দ্য ওয়াল ব্যুরো: পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে শুধু একটি থানা এলাকার মধ্যেই ৩ হাজার ৫৫৮টি ভুয়ো জন্ম সার্টিফিকেট (Fake Birth Certificate) এবং ৫১০টি ভুয়ো মৃত্যু সার্টিফিকেট (Death Certificate)! সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এমনই বিস্ফোরক রিপোর্ট পেশ করল রাজ্য সরকার (State Govt)।
গোসাবা থানার পাঠানখালী পঞ্চায়েত এলাকার বাসিন্দা নিত্যরঞ্জন ঘোষের মৃত্যু শংসাপত্রকে ঘিরে মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে রাজ্যের তরফে পেশ করা রিপোর্টে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য।