দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ভারতের বাজারে প্রবেশ করল মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা (Tesla)। সোমবার মুম্বইয়ের (Mumbai) বান্দ্রা কুরলা কমপ্লেক্স (বিকেসি)-তে ৪ হাজার স্কোয়ার ফুটের একটি বিলাসবহুল শোরুম উদ্বোধন করেছে ইলন মাস্কের কোম্পানি (Elon Musk)। এটিই ভারতে টেসলার প্রথম শোরুম।
মুম্বইয়ে প্রথমে খুললেও দিল্লি-সহ দেশের আরও কিছু মেট্রো শহরে শোরুম খোলার পরিকল্পনা রয়েছে টেসলার। তবে সেগুলির বাস্তবায়ন কবে হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। সূত্রের খবর, মুম্বইয়ে যে শোরুম টেসলা নিয়েছে তার ভাড়া মাসিক ৩৫ লক্ষ টাকা।