দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে রাস্তাঘাটে জমা জল (waterlogging) নিয়ে আতঙ্কে ভুগছেন কলকাতাবাসী। শহরে ফের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা (electrocution death) ঘটল, এবার সরশুনার ক্ষুদিরাম পল্লীতে (Behala Sarsuna)।
এ দিন সকালে দোকানের শাটার তুলতে গিয়ে প্রাণ হারালেন সুমন্তী দেবী। বয়স ৬২ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, জমা জলে দাঁড়িয়ে দোকানের দরজা খুলছিলেন তিনি। সেই সময় শাটার বিদ্যুতের সংস্পর্শে চলে আসে। বিষয়টি টের পাননি সুমন্তী দেবী, আর সেখানেই বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
#REL