তিয়াষ মুখোপাধ্যায়
ধরা যাক রাম একজন দিন মজুর। তাঁর সন্ধের টিফিন বলতে রেলস্টেশনের পাশে থাকা ঠেলাওয়ালার কাছ থেকে কেনা ১০ টাকার সিঙাড়া আর সঙ্গে এক কাপ চা। অথবা আপনিই হয়তো কোনও এক সরকারি অফিসে কাজ করেন। ক্যান্টিনে একটা সিঙাড়া খেতে গিয়ে দেখলেন, চোখের সামনে ঝলমলে বোর্ড ঝুলছে। তাতে যা লেখা রয়েছে তা স্পষ্টতই বোঝাচ্ছে যে ‘আপনার হাতের সিঙাড়াটা সিগারেটের মতোই ক্ষতিকর’।