দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন ভারতের প্রথম আইএসএস অভিযাত্রী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁকে স্বাগত জানাচ্ছে সারা দেশ। তবে এই ঐতিহাসিক মুহূর্তে সবচেয়ে আবেগপ্রবণ প্রতিক্রিয়া এসেছে তাঁর মা আশা শুক্লার মুখ থেকে।
ছেলের নিরাপদ প্রত্যাবর্তনে চোখের জল ধরে রাখতে পারেননি আশা দেবী। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “আমার ছেলে সুস্থভাবে ফিরে এসেছে, ঈশ্বরকে ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা এই মূহূর্তের সাক্ষী হয়েছেন। আমি আবেগাপ্লুত হয়ে পড়েছি, শেষমেশ এতদিন পরে আমার ছেলে ঘরে ফিরল।”
#REL