দ্য ওয়াল ব্যুরো: মহাকাশের বুকে একেবারে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এবার ভাইরাল হল তাঁর চুল কাটার ভিডিও। দেখা যাচ্ছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ভেসে ভেসে মাইক্রো-গ্র্যাভিটিতে আমেরিকান মহাকাশচারী নিকোল আয়ার্স শুভাংশুর চুল কাটছেন।
আয়ার্স পরে মজা করে লেখেন, “গত সপ্তাহান্তের ওই চুল কাটার স্মৃতি মনে পড়ছে। দীর্ঘ কোয়ারেন্টাইনের পর ওদের জন্য এটা অনেকটা স্বস্তির ছিল। আমরা মজা করে বলছিলাম, আমি যদি পৃথিবীতে ফিরে গিয়ে চুল কাটার ব্যবসা শুরু করি, তবে ভবিষ্যৎ কেমন হবে, জানি না!”
#REL