দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে সফলভাবে ফিরে এলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। মঙ্গলবার ভারতীয় সময় বিকেল ৩টে ১ মিনিটে স্পেস এক্স-এর ‘গ্রেস’ ক্যাপসুলে তিনি ও তাঁর তিন সহযাত্রী প্রশান্ত মহাসাগরে অবতরণ করেন। শুভাংশুর এই অভিজ্ঞতা আগামী দিনে ভারতের গগনযান অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছে ইসরো (ISRO)।
অ্যাক্সিয়ম স্পেস মিশন-৪ (Ax-4)-এর অংশ হিসেবে প্রায় ১৮ দিন কাটিয়েছেন শুভাংশু (Shubhanshu Shukla) মহাকাশে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছনো প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।