দ্য ওয়াল ব্যুরো: দলীয় কর্মী খুনের প্রতিবাদে মিছিল। সেই মিছিলে ভিড় বাড়াতে ‘পুরস্কার’! আর ভিড় না হলে ‘শাস্তি’! প্রকাশ্য সভা থেকে এমন ফরমানই জারি করলেন ভাঙড়ের তৃণমূল নেতা ও দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম (Bhangar TMC Leader)। তাঁর এই ঘোষণার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি)। প্রশ্ন উঠছে, ‘পুরস্কার’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন? ‘মাল’ শব্দটির অর্থ নিয়েও শুরু হয়েছে তীব্র বিতর্ক।