দ্য ওয়াল ব্যুরো: ইতালির রোদে রীতিমতো আগুন ঝরাচ্ছেন মালাইকা অরোরা। ৫১ বছর বয়সেও যেন তিনি সময়কে হার মানাতে শিখে গেছেন। মাল্টিকালার বিকিনিতে নিজের সাম্প্রতিক ছুটি কাটানোর মুহূর্ত শেয়ার করে ফের চমকে দিলেন অভিনেত্রী।
আজ, মঙ্গলবার, ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক ছুটি উপভোগের ছবি দিলেন মালাইকা। কখনও রোদঝলমলে সৈকতে, কখনও জলকেলিতে ভেজা শরীরে যেন ‘মারমেইড’ অবতারে ধরা দিলেন তিনি। শুধু বিকিনি লুকে নয়, তার সঙ্গে এক ঝলক সান-কিসড সেলফিও ভাগ করে নিয়েছেন তিনি। আর তাতেই আরও একবার প্রমাণ করলেন, বয়স তাঁর কাছে নিছক একটি সংখ্যা।
#REL