দ্য ওয়াল ব্যুরো: কিংবদন্তি ম্যারাথন রানার ফৌজা সিং (Legendary Marathon Runner Fauja Singh)-কে গাড়ি চাপা দিয়ে পালানোর অভিযোগে গ্রেফতার কানাডা-প্রবাসী অমৃতপাল সিং ধিলোঁ। ঘটনার পর থেকেই অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। অবশেষে দু'দিন পর তাঁকে গ্রেফতার করা হল।
সোমবার জলন্ধরের কাছে নিজের গ্রামে রাস্তা পার হচ্ছিলেন প্রবীণ অ্যাথলেট ফৌজা সিং। সেখানেই তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি পাঞ্জাব রেজিস্টার্ড টয়োটা ফর্চুনার। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মারা যান ‘টারব্যান্ড টর্নেডো’ (Turbaned Tornado)।
#REL