দ্য ওয়াল ব্যুরো: তিনি গতি-দানব। অলিম্পিক ইতিহাসে তাঁর নাম রেকর্ড ভাঙার প্রতিশব্দ। আট-আটখানা অলিম্পিকে সোনা, ১৩টি বিশ্বচ্যাম্পিয়নশিপ পদক, তার মধ্যে ১১টিই সোনা। বিশ্বের দ্রুততম মানুষ উসেইন বোল্ট ফের পা রাখতে চলেছেন ভারতে।
এই সেপ্টেম্বরের ২৬ থেকে ২৮, তিনদিনের সফর। দিল্লি আর মুম্বই থাকছে ‘বোল্ট-এর প্ল্যান’-এ। ভারতীয় ক্রীড়াপ্রেমীরা আপাতত পা না ফেলেও ছুটছেন, ‘থান্ডার বোল্ট’-কে দেখার দৌড়ে।
#REL