দ্য ওয়াল ব্যুরো: একুশে জুলাই (21st July) তৃণমূলের শহিদ সমাবেশা ঘিরে শহরের জনজীবন ব্যাহত (Traffic Alert) না হয়, এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের (Calcutta HighCourt )দ্বারস্থ হলেন বামপন্থী আইনজীবীদের সংগঠন।
ধর্মতলা ও সংলগ্ন এলাকায় সভা ও মিছিলকে কেন্দ্র করে যাতে স্বাভাবিক জনজীবনে প্রভাব না পড়ে, সেজন্য পুলিশকে আগেভাগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
#REL