দ্য ওয়াল ব্যুরো: এক ব্যক্তির শরীরে তিনটি যৌনাঙ্গ! এমনই এক ‘আল্ট্রা রেয়ার’ মেডিক্যাল কেস সামনে আনলেন ইউনিভার্সিটি অফ বার্মিংহ্যামের গবেষকরা। তাঁদের দাবি, এতদিন পর্যন্ত যে কোনও বৈজ্ঞানিক রেকর্ডে এমন কিছু দেখা যায়নি। বিষয়টি সামনে এসেছে অক্টোবরে প্রকাশিত একটি রিপোর্টে।
‘ট্রাইফ্যালিয়া’ নামে পরিচিত এই জন্মগত শারীরিক বৈচিত্র্য এতটাই বিরল যে ১৬০৬ থেকে ২০২৩ সালের মধ্যে শুধু দ্বৈত যৌনাঙ্গ (ডাইফ্যালিয়া)-র ১১২টি কেস নথিভুক্ত হয়েছে, কিন্তু ট্রাইফ্যালিয়া (তিনটি যৌনাঙ্গের ঘটনা) এই নিয়ে দ্বিতীয়বার সামনে এল।
#REL