দ্য ওয়াল ব্যুরো: মালদহের অষ্টম শ্রেণির ছাত্র শ্রীকান্ত মণ্ডলের রহস্যমৃত্যু (Maldah Boy Death) ঘিরে নতুন মোড়। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দিয়েছে, বরফে প্রায় ১৫ দিন ধরে রাখা মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে কল্যাণীর এইমসে (Second Autopsy, AIIMS Kalyani)। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দেন।
এইমস কর্তৃপক্ষ আদালতে রিপোর্ট দিয়ে জানায়, ময়নাতদন্তের পরিকাঠামো তৈরি রয়েছে। তবে তারা নিজে থেকে অটোপসি সার্জেন পাঠাবে না। মৃতদেহ কল্যাণীতে আনার পর তদন্তে কোনও সমস্যা হবে না।