দ্য ওয়াল ব্যুরো: বার বাংলা গল্প বলার ধরন বদলে যাচ্ছে। বড় পর্দা নয়, দীর্ঘ সিরিজ নয়—এখন মোবাইল স্ক্রিনেই আসর জমে উঠছে। সময়? মাত্র এক মিনিট!
এসেছে বুলেট অ্যাপ। ছোট গল্প, কিন্তু তার রেশ থেকে যায় মনে। রাগ, প্রেম, ভয়, বিস্ময় আর মায়া—সব মিলেমিশে এক মিনিটেই তৈরি করছে একটা সম্পূর্ণ অভিজ্ঞতা। জি এন্টারটেনমেন্ট আর স্টার্টআপ বুলেট-এর যুগলবন্দিতে তৈরি এই মাইক্রোসিরিজগুলোর লক্ষ্য একটাই—স্বল্পসময়েই প্রভাব।
#REL