দ্য ওয়াল ব্যুরো: নিকো পার্কে ফের বিপত্তি। ওয়াটার পার্কে স্নান করার সময় মৃত্যু হল ১৮ বছর বয়সি এক যুবকের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। মজার মুহূর্তের মাঝে হঠাৎ মৃত্যু কীভাবে, তদন্ত করছে পুলিশ।
দুপুর আন্দাজ ১টা থেকে দেড়টা নাগাদ ঘটে ওই ঘটনা। জানা গিয়েছে, মৃতের নাম রাহুল দাস, মুরারি পুকুর উল্টোডাঙার বাসিন্দা। বর্তমানে বাগুইআটিতে থাকত সে।