দ্য ওয়াল ব্যুরো: মেয়েদের অন্যতম মারণরোগ সার্ভাইক্যাল ক্যান্সার (Cervical Cancer) রুখতে এবার বড় পদক্ষেপ রাজ্যের (Bengal Health Initiative)। স্কুলপড়ুয়া কিশোরীদের এইচপিভি ভ্যাকসিন (HPVVaccine) বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।
রাজ্যের শিক্ষা দফতরের মাধ্যমে এই টিকাকরণ কর্মসূচি চালু হবে ২০২৭ সাল থেকে। রাজ্য পরিবার কল্যাণ আধিকারিক ডাঃ অসীম দাস মালাকার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার দেশজুড়ে এই টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে, বাংলাতেও তার প্রস্তুতি চলছে।
#REL