এবার বাংলা ভাষা বললে কি বিদেশী হয়ে যাব? সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী ডঃ হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। মাতৃভাষা বাংলা হলেই বিদেশি বলে শনাক্ত করা হবে - অসমের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এই বিষয়টি শুধুমাত্র সাধারণ মানুষ নয় একইসঙ্গে ভাবাচ্ছে বিশিষ্টজনদেরও। এই পরিপ্রেক্ষিতকে সামনে রেখে দ্য ওয়াল পৌঁছে যায় বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও সুবক্তা ডাঃ কুণাল সরকারের কাছে।
#REL