ভাষা, পরিচয়, নাগরিকত্ব এই তিনটি শব্দে উত্তাল অসম থেকে বাংলা। সম্প্রতি ড. হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্য জন্ম দিয়েছে বিতর্ক। যেখানে তিনি বলেছেন মাতৃভাষা বাংলা উল্লেখ করলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে বিদেশী বলে চিহ্নিত করা হবে। অসমের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য শুধুমাত্র রাজনৈতিক নয়, সামাজিক প্রেক্ষাপটেও অস্থিরতা তৈরি করেছে। ভাষা বিজ্ঞানের দিক থেকে প্রশ্ন তুলে দিয়েছে। এই প্রসঙ্গে দ্য ওয়াল কথা বলেছে ভাষা সচেতক গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে।
#REL