দ্য ওয়াল ব্যুরো: ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই একপ্রকার অনিশ্চয়তা রয়েছে। এবার এনিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শীঘ্রই এই চুক্তি সাক্ষর হতে পারে বলে জানিয়েছেন তিনি। তাঁর মতে, এই চুক্তির ফলে আমেরিকান সংস্থাগুলি ভারতের বাজারে আরও বড় সুযোগ পাবে, ঠিক যেমন হয়েছে ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি হওয়ার পর।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের (India-USA Trade Deal) মধ্যে এই চুক্তির মূল লক্ষ্যই হল পারস্পরিক শুল্কহার ২০ শতাংশের নীচে রাখার বিষয়টি নিশ্চিত করা। এই লক্ষ্যেই দু’দেশের মধ্যে একাধিক দফায় আলোচনা চলছে।
#REL