দ্য ওয়াল ব্যুরো: সরকারি জমি জবরদখল (Government Land occupied)? এবার চলবে বুলডোজার (Bulldozer)!
সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিল মালদহ জেলা প্রশাসন (Strict instructions)। বুধবার হরিশ্চন্দ্রপুরে প্রশাসনিক বৈঠক থেকে মালদহের জেলাশাসক (Maldah District Magistrate) নীতিন সিংহানিয়ার সাফ বার্তা, ‘জেসিবি লাগাও, উসকো হঠাও!’ সরাসরি থানার আইসি-কে নির্দেশ, ‘‘দখল হওয়া জমি দখলমুক্ত করতেই হবে। নজরদারিও করতে হবে আপনাকেই।’’
#REL