দ্য ওয়াল ব্যুরো: ভক্তসমাগম মানেই তারাপীঠে(Tarapith) উৎসবের আমেজ। সঙ্গে ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি। এবছর কৌশিকী অমাবস্যা(Kaushik Amavasya) ঘিরে সেই ছবিই ধরা পড়ল বীরভূমে। ভক্তদের ঢল নামতেই মদের দোকানগুলিতে রেকর্ড বিক্রি হয়েছে(Record sale of liquor)।
আবগারি দফতরের হিসাবে, গত বৃহস্পতি, শুক্র ও শনিবার মিলিয়ে প্রায় ৪ কোটি ৪৪ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। যা গতবারের তুলনায় প্রায় ৫৯ লক্ষ টাকা বেশি। গত বছর এই সময়ে বিক্রি হয়েছিল ৩ কোটি ৮৫ লক্ষ টাকার মদ।
#REL