দ্য ওয়াল ব্যুরো: স্বামী নিক জোনাসের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেখানেই তাঁদের ভালবাসার মুহূর্ত বন্দি হয়েছে এক ছোট্ট ভিডিওয়—যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কী দেখা যাচ্ছে সেই ভিডিওতে? নিক ইনস্টাগ্রামে একটি রোম্যান্টিক ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, তিনি একা দাঁড়িয়ে আছেন সমুদ্রের ধারে। ঠিক তখনই প্রিয়াঙ্কা, কালো সুইমস্যুটে দৌড়ে এসে ঝাঁপ দেন নিকের কোলে। তারপরে জাপটে ধরে চুমু খান। ক্যামেরায় ধরা পড়ে তাঁদের এই আদরে ভরা চুম্বন, আর স্ক্রিনে ভেসে ওঠে একটি লেখা- “With her!”
#REL