দ্য ওয়াল ব্যুরো: এবার এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। মোবাইল, ব্রডব্যান্ড কিংবা ডিটিএইচ, যাঁরা কোনও একটি পরিষেবাও ব্যবহার করছেন, তাঁরা পাচ্ছেন পারপ্লেক্সিটি প্রো-র এক বছরের বিনামূল্যে সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশনের বার্ষিক খরচ সাধারণত ১৭ হাজার টাকা। তবে এবার তা একেবারে নিখরচায় দিচ্ছে এয়ারটেল।
এই অফারটি পেতে হলে এয়ারটেল থ্যাঙ্ক অ্যাপে গিয়ে অ্যাক্টিভেট করতে হবে।
কী এই পারপ্লেক্সিটি? কেন এত দামী?