তিয়াষ মুখোপাধ্যায়
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বদল আসে সভ্যতায়। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হতে থাকে তার অঙ্গন। সে সভ্যতার প্রথম সারিতেই রয়েছে স্বাস্থ্যসেবার ক্ষেত্র। সেখানেই এবার বড় হাতিয়ার হয়ে উঠছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এ সম্পর্কে এখন আমরা অনেকেই কমবেশি জানি। প্রশ্ন হল, এআই কি আমাদের হৃদয়ের খবরও রাখে। হৃদয় অর্থাৎ হার্ট। হার্টের চিকিৎসার প্রচলিত ধরনটাকেও কি বদলে দিতে পেরেছে এআই? রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা, মনিটরিং, বা প্রতিরোধ পর্যন্ত কীভাবে পরিবর্তন আসছে কার্ডিয়াক কেয়ারে?