দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে অগস্টের শেষেই চালু হয়ে যাবে গঙ্গার উপর নির্মীয়মাণ দ্বিতীয় সেতু (Second bridge over the Ganga, Farakka)। বৈষ্ণবনগর ও ফরাক্কা সংযোগকারী এই সেতু আপাতত প্রথম ধাপে দুটি লেনে খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য। পরে পুরো চার লেনের সেতু জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থা।
নতুন সেতু চালু হলে যেমন চাপ কমবে ফরাক্কা ব্যারাজ সংলগ্ন পুরনো সেতুর উপর, তেমনই উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।