দ্য ওয়াল ব্যুরো: পাটনার হাসপাতালে কয়েদি খুনের সঙ্গে কি তাহলে বাংলার যোগ? গত ১৭ জুলাই পাটনার পারস হাসপাতালে কয়েদি খুনের ঘটনায় কলকাতার নিউটাউন থেকে গ্রেফতার ৫ জন, আটক ৪। গ্যাং-ওয়ারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
জানা গিয়েছে, পাটনা থেকে ফোনে কথা বলে সুপারি দেওয়া হয় তৌসিফ বাদশার গ্যাংকে। পশ্চিমবঙ্গের এসটিএফ অফিসে অভিযুক্তদের নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে বিহার পুলিশ।
প্রসঙ্গত, যার দলের বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠেছে, সেই শেরু এখন পুরুলিয়ার জেলে রয়েছে। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।