দ্য ওয়াল ব্যুরো: চলে গেলেন ছয়ের দশকের প্রবাদপ্রতিম মার্কিন পপ গায়িকা কনি ফ্রান্সিস। বয়স হয়েছিল ৮৭ বছর। জনপ্রিয় গান ‘প্রিটি লিটল বেবি’-র জন্য বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন তিনি।
প্রয়াণের খবরটি জানান কনির বহু বছরের বন্ধু এবং ‘কনচেটা রেকর্ডস’-এর সভাপতি রন রবার্টস। একটি আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'চরম দুঃখের সঙ্গে জানাচ্ছি, গতরাতে আমাদের প্রিয় কনি ফ্রান্সিসের মৃত্যু হয়েছে। আমি জানি, কনি নিশ্চয়ই চেয়েছিলেন তাঁর অনুরাগীরা এই খবরটা সবার আগে জানুক। পরে বিস্তারিত জানানো হবে।'
#REL