দ্য ওয়াল ব্যুরো: বর্ষাকাল মানেই স্যাঁতস্যাঁতে ভাব। ত্বক ও চুলেরও বারোটা বেজে যায়। এই সময় অনেকেরই মাথার ত্বক তৈলাক্ত হয়ে যায়, ফলে গন্ধ তো বেরোয়ই, তার সঙ্গে চুলও চিটচিটে দেখায়। অনেকেই ভাবেন বারবার শ্যাম্পু করলেই এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। কিন্তু সবসময় তা হয় না। বরং চুলের প্রাকৃতিক তেল ধুয়ে গিয়ে উলটে সমস্যাই বাড়ে। বর্ষার এই অস্বস্তিকর চুলের গন্ধ ও চিটচিটে ভাব থেকে মুক্তি পেতে রইল সহজ ও ঘরোয়া ৪টি উপায় (Monsoon hair care tips)।
ড্রাই শ্যাম্পু