দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুর ব্যারাজে (Durgapur Barrage) জলের স্তর বাড়লেই বড়জোড়া প্রকল্পের ইনটেক প্ল্যান্টে ভেসে আসে কচুরি পানা (kachuri pana)। ফল, বারবার ব্যাহত হচ্ছে জল উত্তোলন (Water Supply)। সেই সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে বাঁকুড়া শহর ও আশপাশে আর্সেনিকমুক্ত পরিস্রুত পানীয় জল সরবরাহ।
এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে এবার উদ্যোগী হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতর (পিএইচই)। প্রায় ১৫ লক্ষ টাকার এক বিশেষ প্রকল্প হাতে নিয়ে ব্যারাজের ইনটেক প্ল্যান্ট এলাকায় লোহার খাঁচা ও তারের জাল ঘেরা কাঠামো তৈরি করা হচ্ছে (Iron cages)।
#REL