প্রিয়াঙ্কা পাত্র
"সম্পূর্ণটাই ফেক। সম্পূর্ণটাই বানানো। এই ছেলেটি একজন প্রতারক, যিনি ইতিমধ্যেই পুলিশের কাছে দু'বার গ্রেফতার হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম করে আর্থিক প্রতারণার দায়ে বাঁশদ্রোণী থানার পুলিশ ওঁকে বেলঘড়িয়া থেকে গ্রেফতার করেছিল। আর একবার নিমতা থানা"— নিজের আপত্তিকর ছবি ভাইরাল হতেই অভিযুক্ত অনিন্দ্য চৌধুরীর ক্যারেকটার সার্টিফিকেট তুলে ধরে দ্য ওয়ালের মুখোমুখি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য (Tanmay Bhattacharya)। কে এই অনিন্দ্য? সেটা জানতে হলে প্রেক্ষাপট জানা প্রয়োজন।