দ্য ওয়াল ব্যুরো: ভোজপুরি ছবির সুপারস্টার তিনি। তবে বলিউডেও নিজের স্বতন্ত্র জায়গা গড়ে তুলেছেন রবি কিষান। কখনও পুলিশ অফিসার, কখনও দুর্নীতিগ্রস্ত রাজনীতিক, কখনও আবার হিউমার-ভরা গুন্ডা—নায়কের পাশে থেকেও তিনি অনেক ছবিতে চমকে দিয়েছেন নিজের অভিনয়ে। আজ, ১৭ জুলাই, ৫৬-তে পা দিলেন এই অভিনেতা। জন্মদিনে ফিরে দেখা যাক বলিউডের ছয়টি ছবিকে, যেখানে মূল চরিত্রে না থেকেও নিজের ছাপ ফেলে গিয়েছেন রবি।
১. ‘লাপাতা লেডিজ’ (২০২৪)