দ্য ওয়াল ব্যুরো: একটি পশুপালন কলেজের বিজ্ঞাপনে মুরগির নাম রাখা হয়েছে 'নর্মদা'! এই নামকরণকে ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে মধ্যপ্রদেশের হারদা জেলায়। নর্মদা ব্রাহ্মণ সমাজ-সহ স্থানীয়রা অভিযোগ এনেছে, হিন্দু ধর্মে পূজনীয় ও জীবনীশক্তির উৎস হিসেবে বিবেচিত ‘মা নর্মদা’র নামে একটি মুরগির নাম রাখা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।
স্থানীয়দের দাবি, নর্মদা নদী কেবল একটি নদী নয়, হিন্দু সমাজের কাছে তিনি মা। সেই মায়ের নাম একটি পশুর সঙ্গে জুড়ে দেওয়া চূড়ান্ত অশালীন ও অবমাননাকর।