দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্মসূচির কেন্দ্রে দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম। বাংলায় পা দেওয়ার আগে বিহারে জনসভা করেন তিনি। ওঠে বাংলা প্রসঙ্গ।
বিহারের মোতিহারির জনসভায় বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বঙ্গে উন্নয়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তোলেন বীরভূম ও জলপাইগুড়ির কথা। বলেন, 'জয়পুরের মতো পর্যটনে উন্নয়ন হবে জলপাইগুড়িতে।' কেষ্ট মণ্ডলের এলাকাতেও প্রভূত উন্নয়নের প্রসঙ্গ তোলেন। জানিয়ে দেন, বেঙ্গালুরুর মতো করে গড়ে তোলা হবে বীরভূমকে।
#REL