দ্য ওয়াল ব্যুরো: দশ বছর আগে 'তনু ওয়েডস মনু' এবং তার সিকুয়েলে তাঁদের দুর্দান্ত রসায়ন দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন কঙ্গনা রানাউত ও আর মাধবন। এক দশক পরে আবারও বড় পর্দায় ফিরছে এই জনপ্রিয় জুটি। তাঁদের নতুন সিনেমা ‘সার্কল’ একটি সাইকোলজিকাল থ্রিলার, যা ইতিমধ্যেই বলিউডপ্রেমীদের মধ্যে কৌতূহল জাগিয়েছে।
‘সার্কল’ একটি প্যান-ইন্ডিয়া সিনেমা, যা হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় একসঙ্গে শুট করা হয়েছে। প্রায় এক বছর ধরে শুটিং চলেছে এই ছবির, আর এখন তা শেষ পর্যায়ে। শেষ অংশের দৃশ্যগুলি শ্যুট হয়েছে হায়দরাবাদের জুবিলি হিলস এলাকার ক্লাব ইলিউশনে।
#REL