দ্য ওয়াল ব্যুরো: ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে-র কনসার্টে এক অপ্রত্যাশিত দৃশ্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। স্টেডিয়ামের ‘কিস ক্যাম’-এ ধরা পড়েছে এক মার্কিন সংস্থার সিইও ও এইচআর-এর ঘনিষ্ঠ মুহূর্ত, যা ভাইরাল। ঘটনাটি ঘটেছে ১৬ জুলাই, মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনে, কোল্ডপ্লে-র চলতি বিশ্ব সফরের একটি কনসার্টে।
কনসার্ট চলাকালীন ‘কিস ক্যাম’-এর ক্যামেরা গিয়ে পড়ে দুই দর্শকের উপর। দেখা যায়, তারা ঘনিষ্ঠ অবস্থানে রয়েছেন। তবে বড় স্ক্রিনে ছবি ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই আচমকাই নিজেকে সরিয়ে নেন পুরুষটি। পাশের আসনে থাকা তরুণী মুখ ঢেকে ফেলেন স্পষ্ট অস্বস্তিতে।
#REL