দ্য ওয়াল ব্যুরো: বর্ষা মানেই কাদা-জলে ভরা রাস্তা, এই সময় জুতো বেছে নেওয়া একটা বড় চ্যালেঞ্জ। স্লিপ করে যেতে পারে, ভিজে যেতে পারে, আবার জামা কাপড়ের সঙ্গে মানানসই চাই। ফ্যাশন সচেতনরা কি তা বলে স্টাইল বিসর্জন দেবেন? মোটেই না! বর্ষার জন্য এমন জুতো বেছে নিতে হবে, যেগুলো স্টাইলিশও হবে আবার ভেজা রাস্তার জন্য পারফেক্টও। কী ধরনের জুতোয় আপনি পাবেন কমফর্ট, কোন রং-ই বা ট্রেন্ডিং, জানালেন জনপ্রিয় স্টাইলিস্ট অনন্যা গুহ।
কী ধরনের জুতো বেছে নেবেন বর্ষায়?