দ্য ওয়াল ব্যুরো: শ্রাবণ মাসে মাংস বিক্রির বিরোধিতায় গাজিয়াবাদের বসুন্ধরা এলাকায় জোর করে কেএফসি ও নাজির ফুডস-এর মতো জনপ্রিয় রেস্তরাঁর ঝাঁপ ফেলে দিলেন হিন্দু রক্ষা দলের সদস্যরা । পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যত নীরব দর্শকের ভূমিকায় দেখা যায়।
সূত্রের খবর, শ্রাবণের সময় বা কাঁওয়ার যাত্রার কারণে ওই এলাকায় মাংস বিক্রির উপর কোনও সরকারি নিষেধাজ্ঞা নেই। তবু হিন্দু রক্ষা দলের সদস্যরা ধর্মীয় আবেগের কথা তুলে ধরে রেস্তরাঁগুলোর বিরুদ্ধে বিক্ষোভ দেখান।
#REL