দ্য ওয়াল ব্যুরো: বলিউডে নানা গুঞ্জনের মাঝেও এক সম্পর্ক আজও অটুট—শাহরুখ খান ও গৌরী খানের বিবাহিত জীবন। দীর্ঘ কেরিয়ারে পরকীয়ার জল্পনা হোক বা বিশ্বাসভঙ্গের গুজব—কখনও কোনও কিছুকেই ছাপ ফেলতে দেখা যায়নি এই তারকা দম্পতির সম্পর্কে। কারণ, কিং খানের কাছে তাঁর পরিবারই আসল পরিচয়।
তিন সন্তান আর স্ত্রীকে ঘিরেই তাঁর জগৎ। আজও বহু মহিলা অনুরাগী শাহরুখের সেই একই প্রেমে আচ্ছন্ন। কিন্তু প্রশ্ন ওঠে—শুধু দুই হাত খুলে দাঁড়ানোর সেই আইকনিক পোজেই কি আটকে আছে তাঁর জনপ্রিয়তা?
#REL