দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার জেরে (Post Poll Violence) কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার (Kankurgachi Case, Abhijit Sarkar) খুনের মামলায় বড় পদক্ষেপ ব্যাঙ্কশাল আদালতের।
কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার (AC) ও তৎকালীন নারকেলডাঙা থানার অফিসার ইন চার্জ (OC) শুভজিৎ সেন-সহ মোট চার জনকে ৩১ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। জামিন খারিজ হয়েছে অভিযুক্ত পুলিশ অফিসার শুভজিৎ সেন এবং ‘সহযোগী’ সুজাতা দের।
#REL