দ্য ওয়াল ব্যুরো: সংসদের বাদল অধিবেশন শুরুর ঠিক আগে বড় ধাক্কা ‘ইন্ডিয়া’ জোটে (INDIA Alliance)। আম আদমি পার্টি (আপ) জানিয়ে দিয়েছে, কংগ্রেসের ‘দ্বিচারিত’ মনোভাবের জেরে তারা আর ‘ইন্ডিয়া’ জোটে থাকছে না (AAP Breakaway)। ফলে আজ শনিবার কংগ্রেসের ডাকা ইন্ডিয়া জোটের অনলাইন (ভার্চুয়াল) বৈঠকেও অংশ নিচ্ছে না আপ।
আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেন, “এটা কি ছেলেখেলা হচ্ছে? কংগ্রেস একবার কেজরিওয়ালকে আক্রমণ করে, আবার একবার মমতা, অখিলেশকে। ২০২৪ সালের ভোটের পর একটাও দৃশ্যমান পদক্ষেপ নেয়নি তারা জোটকে শক্তিশালী করতে। তাই আমরা আর ‘ইন্ডিয়া’ জোটে নেই।”