দ্য ওয়াল ব্যুরো: ফিরে এল নিম্নচাপের আশঙ্কা (Low Pressure In Bay)! উত্তর বঙ্গোপসাগরের উপর ফের নিম্নচাপ অঞ্চলের সম্ভাবনায় দক্ষিণবঙ্গের আবহাওয়ায় নতুন করে ভাঁজ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে (Weather Update), আগামী ২৪ জুলাই নাগাদ ওই নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে ২৩ জুলাই থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি ফের বাড়বে।
ইতিমধ্যেই রাজ্যের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা, যা বিস্তৃত পশ্চিম রাজস্থানের বিকানের থেকে কাঁথি, পুরুলিয়া হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর জেরেই রাজ্যজুড়ে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে নিম্নচাপ সক্রিয় হলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।