দ্য ওয়াল ব্যুরো: পাটনার হাসপাতালের মধ্যে দুষ্কৃতীর গুলিবর্ষণের (Patna Shootout) ঘটনায় নয়া মোড়। বিহার পুলিশ (,Bihar Police) ও পশ্চিমবঙ্গের বেঙ্গল এসটিএফ-এর (Bengal STF ) যৌথ অভিযানে নিউটাউনের (NewTown Raid) শাপুরজি আবাসন এলাকা থেকে সন্দেহভাজন চারজনকে আটক করা হল।
সূত্রের খবর, ধৃতদের মধ্যে দু'জনের কথাবার্তায় বিস্তর অসঙ্গতি থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের তরফে এখনও গ্রেফতারির বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনায় গুলি চালানোর ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তরা ঘটনার পর শাপুরজিতে এসে লুকিয়ে পড়েছিল।
#REL