দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ঘোষণা অনুযায়ী রক্ষণাবেক্ষণের (Maintenance Work) কাজের জন্য রবিবার (Sunday) সকাল থেকে টানা আট ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে (Vidyasagar Setu) যান চলাচল বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, এই গুরুত্বপূর্ণ সেতুতে যান চলাচল বন্ধ থাকবে সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
রক্ষণাবেক্ষণের কারণে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকায়, ট্র্যাফিক পুলিশ বিশেষ বিকল্প রুট চালু করেছে। টার্ফ ভিউ (Turf View) এলাকা থেকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিংয়ের (Hastings Crossing) দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
#REL