দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস (21JulyTMC Traffic Diversion Kolkata Police ) ঘিরে ইতিমধ্যেই কলকাতা পুলিশের প্রস্তুতি তুঙ্গে।
শুক্রবার হাইকোর্ট নির্দেশ দেয়, ওই দিন সকাল ৯টা থেকে ১১টার মধ্যে শহরে যাতে কোনও যানজট না হয় (Kolkata Traffic Alert), তা নিশ্চিত করতে হবে। আদালতের সেই নির্দেশ মেনেই এবার রাস্তায় কড়া ট্র্যাফিক বিধিনিষেধ আনছে লালবাজার (Kolkata Police )।
#REL