দ্য ওয়াল ব্যুরো: রাতভর আকাশে রহস্যজনক আলো! গ্রামবাসীরা ভাবছেন, হয়তো ড্রোন (Drone) ওড়াচ্ছে কেউ। আতঙ্কে কাটছে রাত, শুরু হয়েছে প্রহরা। পশ্চিম উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একাধিক গ্রামে এমনই বিভ্রান্তিকর পরিস্থিতির অবসান ঘটাল পুলিশ (Police)। আর তাতে উঠে এল চমকে দেওয়ার মতো কাণ্ড— ড্রোন নয়, আকাশে ওড়ানো হচ্ছিল আলো বাঁধা পায়রা!
পুলিশ সূত্রে খবর, বুধবার গ্রেফতার করা হয়েছে দুই যুবক— শোয়েব ও সাকিবকে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, পায়রার পায়ে লাল ও সবুজ রঙের এলইডি বাতি বেঁধে ছেড়ে দিচ্ছিল রাতে। দূর থেকে দেখে সেগুলিকে ড্রোন বলেই ভেবে আতঙ্কিত হচ্ছিলেন সাধারণ মানুষ।