দ্য ওয়াল ব্যুরো: লিভ-ইন শুরু করার কিছু সময়ের মধ্যেই যুগলের সম্পর্কে তিক্ততা। দিনের পর দিন অশান্তি। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেও বাধা দিচ্ছিলেন যুবক, সেই রাগেই শেষে প্রেমিককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ তরুণীর বিরুদ্ধে (Army Jawan Choked To Death By Live-In Partner)। অভিযুক্তকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ থানার পুলিশ।