দ্য ওয়াল ব্যুরো: বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক যুবকের বিরুদ্ধে। পরে নিজেই পুলিশকে খবর দেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে। এমনকি জেরায় খুনের অপরাধ স্বীকারও করেছেন তিনি।
দ্য ওয়াল ব্যুরো: ভাইপোকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেফতার হলেন কাকা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই নৃশংস ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
মৃতের নাম রাকেশ (১৯), আগ্রার বাসিন্দা ছিলেন। পুলিশ সুত্রে জানা গেছে, গত বছর ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ কাকার হাতে খুন হন যুবক। এরপর ড্রাম থেকে তাঁর দগ্ধ দেহ উদ্ধার হয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁর দেহ শনাক্ত করা হয়। তদন্তে নেমে অভিযুক্ত দেবীরামকে গ্রেফতার করে পুলিশ।
দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছরের বিয়ে, সম্পর্ক খারাপ হয়েছিল বেশ কিছু বছর আগে থেকে। ডিভোর্সের কথা উঠতে ঝামেলা আরও বাড়ে। রাগে গোরখপুরের জনবহুল বাজারে স্ত্রীকে গুলি করে খুন করলেন এক ব্যক্তি।
পুলিশের দাবি, ৩৪ বছরের বিষ্ণুকর্মা চৌহান প্রকাশ্যে স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায়। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ৩২ বছরের মমতা চৌহান। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই বাজারে উপস্থিত লোকজনের চাপে পড়ে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
দ্য ওয়াল ব্যুরো: গ্রেটার নয়ডায় পণের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে খুনের মামলায় (Noida Dowry Death) মূল অভিযুক্ত, স্বামী বিপিনকে গুলি করল পুলিশ (Noida cops shoot dowry death accused in leg)। পুলিশের দাবি, শনিবার হেফাজতে থাকাকালীন পালানোর (tries to flee after arrest) চেষ্টা করার সময় তার পায়ে গুলি লাগে।
রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সিরসা চৌরাহার কাছে। জানা গেছে, স্ত্রী নিক্কিকে পুড়িয়ে মারার আগে যে দাহ্য পদার্থ কিনেছিল বিপিন, সেই ‘থিনার’-এর বোতল উদ্ধার করতে বিপিনকে নিয়ে যাচ্ছিল পুলিশ।
দ্য ওয়াল ব্যুরো: প্রসবের সময় টাকার অঙ্ক বাড়ানোর অভিযোগে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এক বাবা। তাঁর নবজাতক সন্তান প্রসবের সময় মারা (New Born Baby Death) যায়। মৃত শিশুর দেহ ব্যাগে ভরে সরাসরি জেলাশাসকের (ডিএম) দফতরে হাজির হন ওই ব্যক্তি। ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরির। জেলা প্রশাসন ইতিমধ্যেই হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: বিবাহবিচ্ছেদের ঝামেলা চলছিল অনেকদিন ধরেই। মাঝেমাঝে স্ত্রীর হাতে বিষ খাওয়ানোর চেষ্টা, কখনও খাবারে কাঁচের গুঁড়ো মেশানো—সবই নাকি আগেও হয়েছে। কিন্তু এবার যা ঘটল, তা রীতিমতো হাড় হিম করে দেওয়ার মতো। উত্তরপ্রদেশের বরেলিতে স্ত্রী ও তাঁর ভাইয়েরা মিলে স্বামীকে প্রথমে পিটিয়ে অচৈতন্য করে, তারপর জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে মারার চেষ্টা করলেন!