দ্য ওয়াল ব্যুরো: পণের টাকার জন্য স্ত্রীর ওপর নির্মম অত্যাচার (Madhya Pradesh Dowry Case )। হাত বেঁধে মারধর, যন্ত্রণায় চিৎকার করলে মুখে গরম ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। নয়ডাকাণ্ডের পর পণের দাবিতে আরও এক গৃহবধূর নির্যাতনের ঘটনা সামনে এল। এবার মধ্যপ্রদেশ।
মধ্যপ্রদেশের খাড়গোনে জেলায় শ্বশুরবাড়ি খুশবু পিপলিয়ার (২৩)। গত ফেব্রুয়ারি মাসেই বিয়ে হয়েছে তাঁর। অভিযোগ, স্বামীর পণের দাবি মেটাতে না পারায় বিয়ের কিছুদিন পর থেকেই তাঁকে নির্যাতন সহ্য করতে হয়েছে।
#REL