দ্য ওয়াল ব্যুরো: গ্রেটার নয়ডার ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ, তার মধ্যেই ফের নৃশংসতা দেখল উত্তরপ্রদেশ। অমরোহায় পণের জন্য শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে মাত্র ২৩ বছর বয়সেই এক যুবতীর মৃত্যু হল। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে জোর করে অ্যাসিড খাওয়ায়, ১৭ দিন হাসপাতালে চরম লড়াইয়ের পর অবশেষে মারা গেলেন ওই ওই তরুণী।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবতীর নাম গালফিজা। এক বছর আগে কালাখেদা গ্রামের বাসিন্দা পারভেজের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই গালফিজার ওপর পণের দাবিতে চাপ তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। শ্বশুরবাড়ির তরফে ১০ লক্ষ টাকা নগদ এবং একটি গাড়ির দাবি করা হয়।
#REL