দ্য ওয়াল ব্যুরো: মাদুরাইয়ে পণের দাবির জেরে আত্মহত্যা (Dowry incident) করলেন এক নববধূ। অভিযোগ, বিয়েতে স্বামীর পরিবারকে ১৫০ ভরি সোনা দেওয়া হয়েছিল। কিন্তু আরও ১৫০ ভরি সোনার দাবিতে শ্বশুরবাড়িতে ক্রমাগত নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি।
মৃতার নাম প্রিয়দর্শিনী, বয়স ২৮ বছর। পেরুমাল কোভিলপট্টির বাসিন্দা প্রিয়দর্শিনী গত বছর সেপ্টেম্বরে সেল্লুরের ৩০ বছরের রুবনরাজকে বিয়ে করেন। বিয়ের সময় কনে-পক্ষ থেকে ১৫০ ভরি সোনা ‘উপহার’ দেওয়া হয়। কিন্তু অভিযোগ, বরের পরিবার আরও ১৫০ ভরি সোনা দাবি করে এবং না পাওয়ায় মেয়েটিকে মানসিক চাপে রাখে।
#REL